Monday, February 19, 2018

ঝটপট টমেটো পাস্তা

1919570214_1502603003.jpg
বিডিলাইভ ডেস্ক :
সুস্বাদু সব খাবার খেতে কার না ভালো লাগে? কিন্তু ঝামেলা মনে করে বা সময়ের জন্য অনেকে রান্নার কাছে যেতে চান না। বিকেলের নাশতায় কিংবা শিশুর টিফিনে দিয়ে দিতে পারেন সব মজাদার রেসিপি। তেমনি একটি সহজ পদ হলো টমেটো পাস্তা। এটি রান্না করা যেমন সহজ, তেমনি খেতেও সুস্বাদু।

টমেটো পাস্তার রেসিপি :-

# উপকরণ
পাস্তা- ৩ কাপ,
পেঁয়াজ- ১টি (কুচি),
গাজর- ১টি (টুকরা ও সেদ্ধ করা),
টমেটো- ২টি,
রসুন- ৪টি,
কাঁচামরিচ- ২টি,
কারি পাউডার- ১ চা চামচ,
টমেটো সস- ১ টেবিল চামচ,
লবণ- স্বাদ মতো,
তেল- ২ চা চামচ,
ধনেপাতা- ১ টেবিল চামচ এবং পনির- আধা কাপ।

রান্না করবেন যেভাবে :
গরম পানিতে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। লবণ ও তেল দিয়ে পাস্তা সেদ্ধ করুন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও সেদ্ধ গাজর ভেজে নিন।

টমেটো, রসুন ও মরিচ একসঙ্গে পেস্ট করে নিন। পাত্রের গাজর, পেঁয়াজের মিশ্রণে এই পেস্টটি দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। এবার কারি পাউডার, লবণ ও টমেটো সস দিয়ে নেড়ে পাস্তা দিয়ে দিন। পাস্তা ভালো করে সস ও মসলার মিশ্রণে মাখিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন। পনিরের টুকরা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

বর্ষা জমবে মুখরোচক চিপস ওমলেটে

1621711533_1502790180.jpg
বিডিলাইভ ডেস্ক :
বর্ষার মৌসুম চলছে। যখন-তখন নামছে ঝুম বৃষ্টি। তার উপর নিম্নচাপ। জলে কাদায় গৃহবন্দি হয়ে পড়ছে মানুষ। কিন্তু বিনা তেলেভাজা কি আর বর্ষার মজলিশ জমে। এ দিকে হাইজিনের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে। অতএব উপায়? বর্ষার বিকাল জমাতে দেয়া হলো স্পেশ্যাল দুটি স্ন্যাক্সের রেসিপি। খুব সহজলভ্য উপকরণে চটজলদি বানিয়ে তাক লাগিয়ে দিন অতিথিদের।

বাচ্চারা চিপস খেতে ভালবাসে। অথচ চিপস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। চিপসের সঙ্গে তাই সব্জি ও ডিম মিশিয়ে স্বাস্থ্যকর করে তুলুন। এতে চিপস খাওয়াও হবে এবং পুষ্টিও পাওয়া যাবে। বর্ষার দিনে বেশ মুখরোচক খাবার চিপসের ওমলেট। 

উপকরণ :
পট্যাটো চিপস- বড় ১ প্যাকেট, ডিম ৫-৬টা, ক্যাপসিকাম কুচি, টোম্যাটো কুচি
কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো লবন স্বাদ মতো, চিনি সামান্য এবং ভাজার জন্য পরিমিত তেল। 

যেভাবে বানাবেন :
চিপস ভেঙে বড় একটা পাত্র পাখুন। এর মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ভাল করে মিশিয়ে নিন। ডিম ফেটিয়ে এই মিশ্রণের উপর ঢেলে ভাল করে মেশান। ফ্রাইং প্যানে তেল গরম করে পুরো মিশ্রণ ঢেলে দিন। আঁচ একদম কমিয়ে ৭-১০ মিনিট রাখুন।

এতে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে। উল্টে দিয়ে অন্য পিঠও ভাল করে ভেজে নিন। ভালোভাবে ডিমের ভিতর সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিন। টোমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে রাখেন এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি বা চা।

আরবীয় মিষ্টি জাতীয় খাবার 'কুনাফা'

534251559_1503648361.jpg
বিডিলাইভ ডেস্ক :
নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার আমরা বেশ পছন্দ করি। আর নতুন খাবারের স্বাদ গ্রহণ করতে কার না ভালো লাগে। 'কুনাফা' মূলত আরবীয় একটি মিষ্টি জাতীয় খাবার। খেতে সুস্বাদু আর সহজেই তৈরি করা যায় বলে এটি সবার কাছে বেশ প্রিয় একটি খাবার। 

চলুন জেনে নেই কুনাফা তৈরির রেসিপি-

উপকরণ: 
লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি কাপ, ছানা দেড় কাপ, কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, পানি ৩-৪ টে. চামচ, কমলার রস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, চেরি বা বাদাম কুচি সাজানোর জন্য, ফুড কালার ১ ফোঁটা (কমলা বা যেকোনো)।

প্রস্তুত প্রণালী :
চিনি পানি দিয়ে জ্বাল দিয়ে হালকা আঠালো হলে কমলা ও লেবুর রস দিয়ে শিরা তৈরি করে রাখুন। 

এবার সেমাইতে মাখন ও ধাপে ধাপে দুধ মিশিয়ে নিন যেন সেমাই দলা না পাকিয়ে যায়। হাত দিয়ে সেমাই ঝুরি ঝুরি করে নিন। এবার ছানা ভালোমতো ময়ান দিয়ে মিহি করে তাতে কনডেন্সড মিল্ক ও ক্রিম মিশিয়ে নিন। একটি প্যানে কিছু মাখন ও ফুড কালার ব্রাশ করুন চারপাশে।

এবার প্রথমে সেমাইয়ের ১ ইঞ্চি পুরু একটা স্তর করুন। এ সময় প্যানের ভেতরে ধারগুলোতেও সেমাইয়ের স্তর দিন। এরপর ছানার পুর দিন। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিন। 

সবশেষে আবার সেমাইয়ের স্তর দিয়ে চেপে চেপে ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে বেক করুন ৩০ মিনিট। 

এবার নামিয়ে পরিবেশনের প্লেটে নিয়ে ওপরে শিরা ঢেলে সাজিয়ে পরিবেশন করুন কুনাফা।

ঈদে তৈরি করুন মজার স্বাদের শিক কাবাব

1212753458_1504068401.jpg
বিডিলাইভ ডেস্ক :
এই ঈদে ঘরে প্রচুর মাংস থাকে। একই স্বাদের মাংস ভুনা খেতে খেতে বিরক্ত না হয়ে মাংস দিয়ে তৈরি করতে পারেন শিক কাবাব। ঘরেই একদম রেস্তোরাঁর মতো শিক কাবাব তৈরি করা সম্ভব। 

জেনে নিন শিক কাবাব তৈরি রেসিপি-

উপকরণ:
গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পোস্ত দানা বাটা ২ চা চামচ, সরিষার তেল পরিমাণ মতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, গরম মসলা গুড়া ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, চিনি ১/৪ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রণালী:
প্রথমে গরুর মাংস ধুয়ে পাতলা ফিতার মতো করে কেটে নিন। এবার মাংসে সব উপকরণ এবং সরিষার তেল মাখিয়ে ১২-১৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর মাংসগুলো শিকে গেঁথে নিন। 

এবার শিক কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে নিন। কয়লার চুলোয় কাবাবের শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে সালাদ এবং নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মজাদার শিক কাবাব।

নাশতায় ঝটপট কোরিয়ান এগ রোল

1128290151_1505545013.jpg
বিডিলাইভ ডেস্ক :
সকাল-বিকেলের নাশতা কিংবা বাচ্চাদের টিফিনে কোরিয়ান স্টাইলের এগ রোল বানিয়ে ফেলতে পারেন বাসাতে। রেসিপিটা কোনো রকম ঝুট-ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলা যায়। আর এটি খেতে বেশ সুস্বাদু। জেনে নিন রেসিপি তৈরির প্রণালি।


উপকরণ :
ডিম- ৩টি,
দুধ- দেড় টেবিল চামচ,
পেঁয়াজ কুচি,
গাজর কুচি,
ধনেপাতা কুচি,
গোলমরিচ গুঁড়া,
মরিচ গুঁড়া,
কাঁচামরিচ কুচি,
লবণ এবং ভেজিটেবল অয়েল

প্রস্তুত প্রণালি :
একটি পাত্রে ডিমের সঙ্গে দুধ ও লবণ মিশিয়ে ফেটিয়ে নিন। গাজর কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ গুঁড়া ও গোলমরিচ গুঁড়া মেশান ডিমের মিশ্রণে।

প্যানে তেল গরম করুন। ডিমের অর্ধেক মিশ্রণ প্যানে ছড়িয়ে দিন। শক্ত হয়ে আসলে এক পাশ থেকে রোল করে নিন। এভাবে সব মিশ্রণ দিয়ে বানিয়ে ফেলুন রোল।

প্যান থেকে তুলে ঠাণ্ডা হতে দিন, তারপর স্লাইস করুন কেকের মত করে। না হলে ভেঙে যেতে পারে। তৈরি আপনার পারফেক্ট ব্রেকফাস্ট! সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার এগ রোল।

সুস্বাদু ডেজার্ট ডিমের হালুয়া

1238284161_1506590643.jpg
বিডিলাইভ ডেস্ক :
ঘরে বসে সহজেই কোনো ডেজার্ট তৈরি করতে চাইলে বানাতে পারেন ডিমের হালুয়া। এটি অনেকের কাছে মিহিদানা বা ডিমের জর্দা নামেও পরিচিত। এই ডিমের জর্দা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। আবার এটি তৈরিতে সময় ও ঝামেলা কম। সহজে তৈরি করা যায় এমন একটি মজাদার খাবার ডিমের হালুয়া। তাহলে দেরি কেন আজই হয়ে যাক ডিমের হালুয়া।

উপকরণ:
ডিম- ৪টি, চিনি- ৮ চামচ, ঘন দুধ/কনডেন্সড মিল্ক- ১ কাপ, ঘি বা বাটার- ১/২ কাপ, ছোট এলাচ- ২টি, দাড়চিনি-২ টুকরো, গোলাপজল-২ টেবিল চামচ, পেস্তা-কাজু বাদাম, কিসমিস, ইচ্ছামতো।

প্রণালি :
প্রথমে ডিমগুলো কাঁটা চামচ দিয়ে ভালো মত ফেটিয়ে নিতে হবে। এবার ঘন দুধ/কনডেন্সড মিল্ক, চিনি, গোলাপ জল ফেটানো ডিমের সাথে দিয়ে ভালো মত মিশিয়ে নিতে হবে যেন চিনি গলে যায়। চুলায় অল্প আঁচে ননস্টিক প্যান বসিয়ে হাল্কা গরম হলে ঘি/বাটার দিতে হবে।

ঘি/বাটার মেল্ট হয়ে গেলে দাড়চিনি-এলাচ দিয়ে একটু বাদে ডিমের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন প্যানে লেগে না যায়। নাড়তে নাড়তে বেশ দানা দানা হয়ে ঘি ছেড়ে আসলে চুলা থেকে নামিয়ে পেস্তা-কাজু-কিসমিস দিয়ে পরিবেশন করতে হবে। তবে  লক্ষ্য রাখতে হবে যেন বেশি সময় নিয়ে ভাজা না হয় তাহলে শক্ত শক্ত হয়ে যাবে দানাগুলো, তাই নরম থাকতে নামিয়ে নিতে হবে।

বিকেলের নাস্তায় সুস্বাদু 'চিকেনবল'

517952664_1507276300.jpg
বিডিলাইভ ডেস্ক :
একটু ভাজাভাজি না হলে বিকেলের নাস্তাটা জমেই না আমাদের। বিকেলে একটু গরম গরম তেলে ভাজা খাবার খেতেই সকলে পছন্দ করে থাকেন। কিন্তু তেলে ভাজা আইটেম খুব বেশি স্বাস্থ্যকর না হওয়ায় গৃহিণীরা বিপদেই পড়ে যান। তাই আজকে চলুন তেলে ভাজা একটু স্বাস্থ্যকর খাবারের খোঁজ করা যাক। 

জেনে নিন মুচমুচে চিকেন বল তৈরির রেসিপিটি-

উপকরণঃ
মুরগির কিমা ১ কে.জি., শুকনো ব্রেড ক্রাম্ব/বিস্কিটের গুঁড়ো ১ কাপ, পেঁয়াজ পাতা ৪ টি, ধনিয়ার গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে পাতা ১ কাপ, মিষ্টি চিলি সস ১/৪ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল (ভাজার জন্য)।

প্রস্তুত প্রণালীঃ
একটি বড় বাটিতে মুরগির কিমার সাথে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রয়োজনমতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত একটু ভিজিয়ে নিতে পারেন।

একটি ফ্রাইপ্যানে মাঝারি তাপে তেল গরম করে নিন। কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে।

আপনারা চাইলে এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতে ব্যবহার করতে পারেন।

নাস্তায় আলুর পরোটা

1293024087_1507547110.jpg
বিডিলাইভ ডেস্ক :
আলু এমন এক সবজি, যা আমরা সব রকমের খাবারে দিতে পছন্দ করি।

আলু পছন্দ করে না, এমন মানুষ আসলে কমই আছে।

একটা কথা প্রচলিত আছে, বেশি বেশি আলু খান, ভাতের উপর চাপ কমান। আলু অনেক সস্তা খাবার এবং অবশ্যই অনেক সুস্বাদু খাবার। পুষ্টিগুণের দিক দিয়েও আলু অনেক এগিয়ে। আসুন জেনে নেই আলু দিয়ে পরোটা তৈরির উপায়।

আলুর পরোটা

উপকরণ: ৬ খানি পরোটার জন্য ময়দা, আলু ৪টি, ধনেপাতা এক আঁটি, লবণ পরিমাণমত, ১ চা-চামচ গুঁড়া মরিচ, একটু পাতিলেবুর রস।

প্রস্তুত প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে চটকে এর সঙ্গে গুঁড়া মরিচ, লবণ ও সরু করে কুচানো ধনেপাতা চটকে একটু পাতিলেবুর রস দিন। লবণ ও ময়দা দিয়ে পরোটার জন্য মাখুন এবং ৬টি লেচি তৈরি করুন। প্রত্যেকটি লেচির মাঝে আলুর পুর দিয়ে বেলে ঘি বা তেলে ভেজে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

সকালের নাশতায় সুস্বাদু কিমা পরোটা

92000999_1508132870.jpg
বিডিলাইভ ডেস্ক :
সকালের নাশতায় গরম গরম পরোটার কোনো জুড়ি নাই। আর তা যদি হয় কিমা পরোটা, তবে তো আর কথা নেই। নাশতা হোক বা বিকেলের স্ন্যাকের আয়োজনে, সবসময় খাওয়া যায় এই কিমা পরোটা। রেস্তোরাঁর মত মজাদার কিমা পরোটা বাসায় বানিয়ে ফেলুন খুব সহজে। চলুন জেনে নিই কিমা পরোটার রেসিপি –

উপকরণ :
চিকেন/বিফ কিমা, ঘি, আদাবাটা, আটা, লেবুর রস, দুধ, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেয়াজ কুচি, লবণ ও তেল পরিমানমত।

বানানোর নিয়ম :
# প্রথমে একটি পাত্রে পরিমান মত আটা, দুধ, লবণ ও পানি দিয়ে ভালোভাবে ময়ান তৈরী করে রাখুন। ঘন্টা খানেক পরিমান মত তেল দিয়ে মেখে রাখুন।

# এরপর কিমা ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা ও লেবুর রস দিয়ে ১-২ ঘন্টা মেরিনেট করে রাখুন।

# চুলায় হাঁড়ি চাপিয়ে পরিমান মত তেলে কাঁচামরিচ কুচি, পেয়াজ কুচি, লবণ, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ছিটিয়ে কিমা ভাজতে থাকুন। কিমা ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

# এবার ময়ান করা আটা দিয়ে লেচি কেটে রুটি গড়ে নিন। ঐ রুটির ওপর কিমার পুর ছড়িয়ে আরেকখানা রুটি চাপিয়ে হাল্কা বেলে পরোটা তৈরী করুন।

# এরপর ঘি দিয়ে পরোটা এপিঠ ওপিঠ ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করুন

ইলিশ মাছের ভর্তা রেসিপি

210183395_1508136518.jpg
বিডিলাইভ ডেস্ক :
ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইলিশ এমন একটি মাছ, এটি যেভাবেই রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজা লাগে। তবে ভর্তাপ্রেমীদের জন্য সুখবর হলো ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে খারাপ লাগবে না। ভর্তা বাসার ছোট সদস্যরাও খেতে পারবেন কারণ এতে কাটা বেছে ফেলা হয়। 

উপকরণ:
ইলিশ মাছের টুকরো ৩-৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, শুকনো মরিচ ১টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং সরিষা তেল ভাজার জন্য।

প্রণালি:
মাছের টুকরো ভালো করে ধুয়ে এতে মসলা ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন। পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি মচমচে করে ভেজে নিন। মাছ ঠান্ডা হলে কাঁটা বেছে নিন। এখন মাছের সঙ্গে ভাজা উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তৈরি করুন ইলিশের লোভনীয় ভর্তা।

৫ মিনিটে তৈরি করুন চকলেট কেক

274194447_1509948022.jpeg
বিডিলাইভ ডেস্ক :
এখন চটজলদি রান্নার যুগ। ঝটপট বানিয়ে ফেলতে হবে সুস্বাদু খাবার। তবেই না সংসার সামলে, অফিস সামলে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় বার করা যাবে। 

জেনে নিন ৫ মিনিটে চকলেট কেক তৈরির রেসিপি-

উপকরণ:
ময়দা ১০০ গ্রাম, গুঁড়ো চিনি ১০০ গ্রাম, মাখন ১২৫ গ্রাম, বেকিং পাউডার ১ চা-চামচ, কোকো পাউডার ৪ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ডিম ৩টি, কুচোনো আখরোট ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী:
প্রথমে ময়দা চেলে রাখুন। চিনি ও মাখন ভাল করে ফেটিয়ে নিন। এবার একটু করে ময়দা ও একটা করে ডিম দিয়ে আবার ফেটিয়ে নিন। 

এরপর কোকো পাউডার, আখরোট ও ভ্যানিলা এসেন্স মেশান। কাট অ্যান্ড ফোল্ড মেথডে কেকের মিক্স তৈরি করুন। একটা চৌকো মাইক্রোওভেন-সেফ পাত্র বেছে নিন। পাত্রটি মাখন দিয়ে গ্রিজ করে নিন। 

এবার নিচে একটু ময়দা ছিটিয়ে দিন। ১০০% পাওয়ার লেভেলে ১ মিনিট মাইক্রো করে পাত্রটি গরম করে নিন। এরবার ওই পাত্রে কেকের মিশ্রণটি সমানভাবে ঢেলে দিন। ১০০% পাওয়ার লেভেলে সাড়ে চার মিনিট মাইক্রো মোডে গিয়ে মাইক্রো করে নিন। 

৫ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে কেক পিস করে কেটে নিয়ে গরম গরম সার্ভ করুন। তৈরি হয়ে গেল আপনার চকলেট কেক।

টমেটো দিয়ে স্পাইসি পাস্তা

554044133_1512560100.jpg
বিডিলাইভ ডেস্ক :
ছোট-বড় সবারই বেশ পছন্দের খাবার পাস্তা। তবে টমেটো দিয়ে স্পাইসি পাস্তা খেতে খুবই সুস্বাদু। খুব সহজে বাসায় বসে খাবারটি তৈরি করা যায়।তাই দেরি না করে  জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন দারুণ সুস্বাদু টমেটো পাস্তা।

উপকরণ :
পাস্তা তিন কাপ, পেঁয়াজ কুচি একটি, গাজর কুচি একটি, টমেটো কুচি দুটি, রসুন দুই/তিন কোয়া, আদা সামান্য, কাঁচামরিচ দুটি, টমেটো সস এক টেবিল চামচ, ধনেপাতা কুচি সামান্য, চিজ কুচি এক চা চামচ, তেল পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি :
প্রথমে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এর পর টমেটো, রসুন, আদা ও কাঁচামরিচ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিন। এবার একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি ও গাজর কুচি দিয়ে ভাজতে থাকুন। টমেটোর মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিন। এখন এতে লবণ ও টমেটো সস দিয়ে নাড়তে থাকুন। সস তৈরি হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ পাস্তা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে ফেলুন। ব্যস, খুব সহজে তৈরি হয়ে গেল টমেটো পাস্তা।

বেগুনের নতুন রেসিপি বেগুন কাবাব

bangladesh-press-coach-chandika-hathurusingha-during-conference_45e53ef8-e58d-11e7-b094-c21f82b60b0b_2.jpg
বিডিলাইভ ডেস্ক :
সবজির মধ্যে বেগুন সব ঋতুতে পাওয়া যায়। সবজি হিসেবে বেগুন অনেকে বেশ পছন্দ করেন। বেগুন দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পদ। যেমন- বেগুন ভর্তা, বেগুন পোড়া, বেগুনী, বেগুনের সঙ্গে বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা যায় পদ।

তবে আজ বেগুনের ভিন্ন স্বাদের নতুন এক পদের রেসিপি দেয়া হল। সেটি হলো বেগুনের কাবাব। অনেকেই বিভিন্ন প্রকারের কাবাব খেয়েছে কিন্তু বেগুনের কাবাবের কথা হয়তো অনেকের অজানা। এই কাবাব খুব মজাদার।

উপকরণ- বেগুন তিন থেকে চারটি। গরুর কিমা আধা কেজি। দুধ এক পোয়া। পেঁয়াজকুচি এক কাপ। আদা বাটা, গরম মশলা বাটা এক চামচ। কাবাব মশলা এক টেবিল চামচ। গোল মরিচ ও শুকনা মরিচের গুঁড়ো এক চামচ। অলিভ অয়েল এক চামচ।

# টমেটো দুই থেকে তিনটা ও টমেটো সস এক চামচ। পাউরুটি দুই পিস, লেবুর রস, গরম পানি ও পরিমাণমতো তেল।

প্রণালি:-
প্রথমে বেগুনকে ধুয়ে গোল গোল করে কেটে দুই চামচ লবণ পানিতে ভিজিয়ে নিন। এ্খন দুধে পাউরুটি ভিজিয়ে রাখুন নরম করার জন্য। এটি গরুর কিমায় মাখালে স্বাদ ভালো হবে। তারপর একটি পাত্রে গরুর কিমা, পেঁয়াজ কুচি, আদাবাটা, গরম মশলা বাটা, কাবাব মশলা, লাল শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এখন নরম পাউরুটি এর সঙ্গে মিশিয়ে নিন। এরপর সব মাখানো হয়ে গেলে কাবাবের মতো চ্যাপ্টা চ্যাপ্টা করে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ৩০ মিনিট হয়ে গেলে এখন ওভেনের ট্রেতে দুটি বেগুনের মাঝে একটি করে কাবাব দিয়ে দিন।

এখন কাবাব সস তৈরি করে নিন। টমেটোর সস, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং এক কাপ গরম পানি মিশিয়ে নিন। এর সঙ্গে অলিভ অয়েল দিয়ে দিন। সস বেগুন এবং কাবাবের ওপর ঢেলে দিন। টমেটো টুকরো করে কেটে ট্রেতে রাখা কাবাবের পাশে দিয়ে দিন। এখন ওভেনে ২০০ সেলসিয়াস তাপমাত্রা দিয়ে ৪৫ মিনিট টাইম সেট করে বেকিং ট্রেতে রেখে ওভেন চালু করেন। ৪৫ হয়ে গেলে বেক বের করুন।

ব্যস হয়ে গেল মজাদার বেগুন কাবাব। এখন নিজেও খেতে পারেন এবং অতিথিদেরকেও পরিবেশন করতে পারেন

সহজেই তৈরি করুন রেড ভেলভেট কেক

1316238911_1513499865.jpg
বিডিলাইভ ডেস্ক :
যে কোন উৎসবে আমরা কেক তৈরি করছি। কেকের রং নিয়ে অনেকেই ভাবছি, কিন্ত ফুড কালার যে স্বাস্থ্যকর নয় তা তো সবাই জানি। ফুড কালার ব্যবহার না করে উৎসবে যোগ করুন ন্যাচারাল রেড ভেলভেট কেক।

উপকরণ:
ক্রিম তৈরির জন্য: ক্রিমচিজ ২ কাপ, চিনি ৪ কাপ, মাখন দেড় কাপ, ভ্যানিলা ১ চা-চামচ, দুধ ১ কাপ।

কেক তৈরির জন্য: ময়দা ৪৪০ গ্রাম, দুধ ৫০০ গ্রাম, চিনি ৪০০ গ্রাম, মাখন ১৭০ গ্রাম, ৪৫০ গ্রাম কোকো পাউডার, ২০ গ্রাম ভ্যানিলা এসেন্স, লবণ স্বাদমতো, লাল ফুড কালার ৪ টেবিল-চামচ, দই ৩৭০ গ্রাম, ভিনেগার দেড় চা-চামচ, বেকিং সোডা দেড় চা-চামচ, ডিম ৩টি।

প্রস্তুত প্রণালী:
ক্রিম: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে বিট করতে হবে। এরপর এক টুকরা বরফ মিশিয়ে আবারও ভালোভাবে বিট করে ফ্রিজে রেখে দিন।

রেড ভেলভেট কেক: প্রথমে চিনি, মাখন এবং লবণ একসঙ্গে বিট করে নিতে হবে। অন্য একটি পাত্রে ময়দা, কোকো পাউডার একসঙ্গে মিশিয়ে চালুনিতে চেলে নিতে হবে যেন কোনও দানা না থাকে।

এবার বিট করে রাখা চিনি, মাখন এবং লবণের সঙ্গে ভ্যানিলা এসেন্স, ফুড কালার আর ডিম এক এক করে দিয়ে বার বার বিট করে নিতে হবে। সামান্য পানি দিয়ে দই ফেটে নিন। এরপর দই এবং ময়দা আলাদা করে অল্প অল্প করে দিয়ে বার বার বিট করতে হবে। তাহলে বিট করতে সুবিধা হবে।
    
সবশেষে ভিনেগার মিশিয়ে আবারও বিট করুন। এরপর পাত্রে ঢেলে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেইক করতে হবে। কেক নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ফ্রিজে রাখা ক্রিম বের করে আরও একবার বিট করে মন মতো করে লেয়ার হিসেবে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেড ভেলভেট কেক।