Monday, February 19, 2018

ঝটপট টমেটো পাস্তা

1919570214_1502603003.jpg
বিডিলাইভ ডেস্ক :
সুস্বাদু সব খাবার খেতে কার না ভালো লাগে? কিন্তু ঝামেলা মনে করে বা সময়ের জন্য অনেকে রান্নার কাছে যেতে চান না। বিকেলের নাশতায় কিংবা শিশুর টিফিনে দিয়ে দিতে পারেন সব মজাদার রেসিপি। তেমনি একটি সহজ পদ হলো টমেটো পাস্তা। এটি রান্না করা যেমন সহজ, তেমনি খেতেও সুস্বাদু।

টমেটো পাস্তার রেসিপি :-

# উপকরণ
পাস্তা- ৩ কাপ,
পেঁয়াজ- ১টি (কুচি),
গাজর- ১টি (টুকরা ও সেদ্ধ করা),
টমেটো- ২টি,
রসুন- ৪টি,
কাঁচামরিচ- ২টি,
কারি পাউডার- ১ চা চামচ,
টমেটো সস- ১ টেবিল চামচ,
লবণ- স্বাদ মতো,
তেল- ২ চা চামচ,
ধনেপাতা- ১ টেবিল চামচ এবং পনির- আধা কাপ।

রান্না করবেন যেভাবে :
গরম পানিতে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কুচি করে নিন। লবণ ও তেল দিয়ে পাস্তা সেদ্ধ করুন। একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ও সেদ্ধ গাজর ভেজে নিন।

টমেটো, রসুন ও মরিচ একসঙ্গে পেস্ট করে নিন। পাত্রের গাজর, পেঁয়াজের মিশ্রণে এই পেস্টটি দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। এবার কারি পাউডার, লবণ ও টমেটো সস দিয়ে নেড়ে পাস্তা দিয়ে দিন। পাস্তা ভালো করে সস ও মসলার মিশ্রণে মাখিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে ফেলুন। পনিরের টুকরা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

বর্ষা জমবে মুখরোচক চিপস ওমলেটে

1621711533_1502790180.jpg
বিডিলাইভ ডেস্ক :
বর্ষার মৌসুম চলছে। যখন-তখন নামছে ঝুম বৃষ্টি। তার উপর নিম্নচাপ। জলে কাদায় গৃহবন্দি হয়ে পড়ছে মানুষ। কিন্তু বিনা তেলেভাজা কি আর বর্ষার মজলিশ জমে। এ দিকে হাইজিনের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে। অতএব উপায়? বর্ষার বিকাল জমাতে দেয়া হলো স্পেশ্যাল দুটি স্ন্যাক্সের রেসিপি। খুব সহজলভ্য উপকরণে চটজলদি বানিয়ে তাক লাগিয়ে দিন অতিথিদের।

বাচ্চারা চিপস খেতে ভালবাসে। অথচ চিপস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। চিপসের সঙ্গে তাই সব্জি ও ডিম মিশিয়ে স্বাস্থ্যকর করে তুলুন। এতে চিপস খাওয়াও হবে এবং পুষ্টিও পাওয়া যাবে। বর্ষার দিনে বেশ মুখরোচক খাবার চিপসের ওমলেট। 

উপকরণ :
পট্যাটো চিপস- বড় ১ প্যাকেট, ডিম ৫-৬টা, ক্যাপসিকাম কুচি, টোম্যাটো কুচি
কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো লবন স্বাদ মতো, চিনি সামান্য এবং ভাজার জন্য পরিমিত তেল। 

যেভাবে বানাবেন :
চিপস ভেঙে বড় একটা পাত্র পাখুন। এর মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ভাল করে মিশিয়ে নিন। ডিম ফেটিয়ে এই মিশ্রণের উপর ঢেলে ভাল করে মেশান। ফ্রাইং প্যানে তেল গরম করে পুরো মিশ্রণ ঢেলে দিন। আঁচ একদম কমিয়ে ৭-১০ মিনিট রাখুন।

এতে এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাবে। উল্টে দিয়ে অন্য পিঠও ভাল করে ভেজে নিন। ভালোভাবে ডিমের ভিতর সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিন। টোমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে রাখেন এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি বা চা।

আরবীয় মিষ্টি জাতীয় খাবার 'কুনাফা'

534251559_1503648361.jpg
বিডিলাইভ ডেস্ক :
নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার আমরা বেশ পছন্দ করি। আর নতুন খাবারের স্বাদ গ্রহণ করতে কার না ভালো লাগে। 'কুনাফা' মূলত আরবীয় একটি মিষ্টি জাতীয় খাবার। খেতে সুস্বাদু আর সহজেই তৈরি করা যায় বলে এটি সবার কাছে বেশ প্রিয় একটি খাবার। 

চলুন জেনে নেই কুনাফা তৈরির রেসিপি-

উপকরণ: 
লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি কাপ, ছানা দেড় কাপ, কনডেন্সড মিল্ক ৩ টেবিল চামচ, ক্রিম ১ টেবিল চামচ, চিনি ১ কাপ, পানি ৩-৪ টে. চামচ, কমলার রস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, চেরি বা বাদাম কুচি সাজানোর জন্য, ফুড কালার ১ ফোঁটা (কমলা বা যেকোনো)।

প্রস্তুত প্রণালী :
চিনি পানি দিয়ে জ্বাল দিয়ে হালকা আঠালো হলে কমলা ও লেবুর রস দিয়ে শিরা তৈরি করে রাখুন। 

এবার সেমাইতে মাখন ও ধাপে ধাপে দুধ মিশিয়ে নিন যেন সেমাই দলা না পাকিয়ে যায়। হাত দিয়ে সেমাই ঝুরি ঝুরি করে নিন। এবার ছানা ভালোমতো ময়ান দিয়ে মিহি করে তাতে কনডেন্সড মিল্ক ও ক্রিম মিশিয়ে নিন। একটি প্যানে কিছু মাখন ও ফুড কালার ব্রাশ করুন চারপাশে।

এবার প্রথমে সেমাইয়ের ১ ইঞ্চি পুরু একটা স্তর করুন। এ সময় প্যানের ভেতরে ধারগুলোতেও সেমাইয়ের স্তর দিন। এরপর ছানার পুর দিন। ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিন। 

সবশেষে আবার সেমাইয়ের স্তর দিয়ে চেপে চেপে ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে বেক করুন ৩০ মিনিট। 

এবার নামিয়ে পরিবেশনের প্লেটে নিয়ে ওপরে শিরা ঢেলে সাজিয়ে পরিবেশন করুন কুনাফা।